
গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।বিরতিহীন ভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। সন্ধ্যার সময় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ২১ এপ্রিল জেলা সমবায় অফিস থেকে নির্বাচনীতফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, গাজীপুর সদরউপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার সৈয়দ মেহেদী মাসুদ। ফলাফল তথ্য অনুযায়ী দাতা সদস্য পদে বিনা প্রতিদন্ধীনতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো.এনামুল হক। সাধারণ শিক্ষক সদস্য পদে(কলেজ শাখা) মো.সুমন, স্কুল শাখায় মো.বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন রিনা আক্তার। অভিভাবক সদস্য পদে (কলেজ শাখা) বিনা প্রতিদন্ধীতায় মো.নজরুল ইসলাম,মো.বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়াও স্কুল শাখায়অভিভাক সদস্য পদে মো.রেজাউল করিম, মো.আলমগীর হোসেন,এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আমেনা আক্তার নির্বাচিত হয়েছেন। জানাযায় চুড়ান্ত বৈধ্য প্রার্থীর তালিকায় ছিলেন ১৪ জন। এর মধ্যে দাতা সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় ১ জন,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে ১ জন (কলেজ শাখা), অভিভাবক সদস্য পদে ২ জন নির্বাচিত হন।এছাড়াও কলেজ শাখায় সাধারণ শিক্ষক সদস্য পদে ১ জন,স্কুল শাখায় সাধারণ শিক্ষক সদস্য পদে ১ জন,স্কুল শাখায় অভিভাবক সদস্য পদে ২জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন।





























