
মেহেদী হাসান গাজীপুর,
ভোগান্তিহীন সড়ক যাত্রা উপহার দিতে গাজীপুরে মতবিনিময় সভার আয়োজন করেন। গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে, এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমানুল্লাহ নূরি।মতবিনিময় সভার সঞ্চালনা করেন, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ সভায় ভোগান্তহীন ঈদ যাত্রা নিয়ে নানান ধরনের আলোচনা করা হয়। সভাপতিত্বের বক্তব্যে সচিব বলেন, বিগত সময়ের ঈদ যাত্রার চেয়ে স্বস্তিতে ও নির্বিঘ্নে মানুষ যেন সড়ক পথ ব্যবহার করতে পারে। এটা সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে। সড়কপথে কোন ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার যেন না হতে হয়। ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ দেন। কালিয়াকৈর চন্দ্রাএলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশকে দেয়া হয়েছে অত্যাধুনিক ড্রোন ক্যামেরা। পুলিশের পাশাপাশি কাজ করবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোন গাড়ি উল্টা চলাচল করতে পারবে না। তার পাশাপাশি অটোরিকশা মহাসড়কে উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ঈদের পরে দ্রুত ভাবে উচ্ছেদ করা হবে।
গাজীপুর জেলার জেলা প্রশাসক সকল ধরনের সুষ্ঠু ব্যবস্থা করেছেন এবং করবেন বলে আশা ব্যক্ত করেন।
এতে অংশগ্রহণ করে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, তত্ত্বাবধায়ক সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন আহমেদ, ঢাকা রেঞ্জের হাইওয়ে পুলিশের ডিআইজি মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক (জিএমপি) আলমগীর হোসেন, সুলতান আহমেদ সরকার,সহ প্রমুখ।
এ সবে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী (গাজীপুর সড়ক ভবন) সোহেল মিয়া, গাজীপুর বিআরটিএর পরিচালক আবু নাঈম, পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার, সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





























