
মেহেদী হাসান
ভিকটিম সানজিদুল ইসলাম তামিম (০৬ বছর ৬ মাস) কোনাবাড়ী থানাধীন আমবাগ আইনুদ্দিন দাখিল মাদ্রাসায় পড়াশুনা করতো। প্রতিদিনের মতো গত ০৭/০৭/২০২৪ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় ভিকটিম সানজিদুল ইসলাম বাসায় ফিরে না আসায় ভিকটিমের পিতা মোঃ নাজমুল হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কোনাবাড়ী থানায় ১ টি নিখোঁজ জিডি করে ০৭/০৭/২০২৪ ইং তারিখে পরবর্তীতে গত ০৮/০৭/২০২৪ তারিখ সকালে ভিকটিমের পিতার মোবাইলে অজ্ঞাতনামা একজন ফোন করে জানায় যে, ভিকটিম সানজিদুল ইসলাম তামিম তাদের হেফাজতে আছে, তাদেরকে ১০(দশ) লক্ষ টাকা নগদ প্রদান করলে তারা ভিকটিমকে ছেড়ে দিবে। ভিকটিমের আত্মীয়-স্বজন অজ্ঞাতনামা বিবাদীদেরকে টাকা দেওয়ার জন্য গত ০৮/০৭/২৪ তারিখে ময়মনসিংহ বাইপাস এলাকায় গেলেও বিবাদীরা তাদের সাথে দেখা করে না। পরবর্তীতে ১০/০৭/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়া এলাকার একয়ি বাড়ির পূর্ব পাশে কলাবাগানের ভিতর একটি শিশুর পঁচা গন্ধযুক্ত মৃতদেহ পড়ে আছে দেখে আশেপাশের লোকজন থানায় খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথেই ভিকটিমের পিতা ও কোনাবাড়ী থানা পুলিশসহ উক্ত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ সনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ নাজমুল হোসেন(৩০) বাদী হয়ে জিএমপি গাজীপুর কোনাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন- কোনাবাড়ী থানার ১০/০৭/২০২৪ইং তারিখে মামলা দায়ের করেন
এরই ধারাবাহিকতায় উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর একটি আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গতকাল ১২ জুলাই ২০২৪ তারিখ দুপুর এর সময় র্যাব-১ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, উক্ত ঘটনায় জড়িত প্রধান আসামী ১। মোঃ হাসান মিয়া(২০)২। মোঃ সাগর মিয়া(২২) ময়মনসিংহ নিজ জেলার ফুলপুর থানাধীন কুশকান্দা এলাকায় আত্মগোপনে আছে। ১২ জুলাই ২০২৪ খ্রিঃ তারি বিকালে র্যাব-১ও র্যাব-১৪ যৌথ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ হাসান মিয়া(২০) ও অপর সহযোগী আসামী ২। মোঃ সাগর মিয়া(২২) এই হত্য কান্ডের কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মোঃ মাহফুজুর রহমান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অপস্ এন্ড মিডিয়া অফিসার।





























