
শাহাদাত আল মাহদী,রিয়াদ প্রতিনিধি। রাজধানী রিয়াদের বাথা হোটেল ৫ তারকা এ্যাপেলো ডিমুরা হোটেলে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চান শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাহার উপস্থিতিতেই সংগঠনের সিনিয়র সহসভাপতি রোটা: মো: জাহাঙ্গীর আলম হৃদয়কে সভাপতি (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হয়।
সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনকে এগিয়ে নেয়ার স্বার্থে সবাইকে নতুন সভাপতি (ভারপ্রাপ্ত)কে সাংগঠনিক সকল কাজে সহযোগিতা করার আহবান জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি( ভারপ্রাপ্ত) কে সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছেন। রোটা: ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়কে সভাপতি ( ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেয়ায় তার পক্ষ থেকে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সংগঠনের স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।




































