
ভোলা প্রতিনিধি
যুগান্তরের স্বপ্নদ্রস্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মোনাজাত ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। সোমবার আসরবাদ যুগান্তরের লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে লালমোহন করিম রোডস্থ মারকাজুত তাহফিজ কওমী মাদ্রাসায় এই দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ কারী নুরুল আমিন।
এসময় যুগান্তরের লালমোহন প্রতিনিধি মো. জসিম জনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা। তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃস্টি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছেন। তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি মিডিয়া অঙ্গনে সত্য প্রকাশের যে সাহসীকতার পথ দেখিয়ে গেছেন তা আজো অনূকরনীয় হয়ে আছে।





























