
অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হচ্ছে প্রতিশ্রুতিশীল লেখক আবুল খায়ের সজীবের নতুন বই ‘ছাই’। গল্পগ্রন্থটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। মোস্তাফিজ কারিগরের আঁকা প্রচ্ছদে বইটিতে মলাটবন্দি হয়েছে ৯টি গল্প।
প্রকাশক জানান, বইমেলায় ৩১৪, ৩১৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও পাঠক বইটি সংগ্রহ করতে পারবে। বইটির মলাটমূল্য ২৫০ টাকা।
বইটি সম্পর্কে আবুল খায়ের সজীব বলেন, ‘ছাই’ পাঠকের আস্থা ধরে রাখবে বলে আমার বিশ্বাস। প্রত্যাশা করছি পূর্বের বইগুলোর মতো সাড়া পাবে।
আবুল খায়ের সজীবের প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, ভালো আছি এক্সপ্রেস (গল্প), জানালা (উপন্যাস), অসংজ্ঞায়িত (গল্প), ধারাপাত (গল্প), অন্তরালে (গল্প), রোদ জোছনায় বন্ধু আমার (উপন্যাস), চিঠি (গল্প), যোগ বিয়োগ (কবিতা), মন (গল্প), বর্ষা ভেজা ফাগুন (উপন্যাস) ও হৃদয়ে বসন্ত স্বাক্ষর (কবিতা)।
আবুল খায়ের সজীবের লেখালেখির শুরু শৈশব। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য। লিখছেন নাটকও। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন বিভাগে আরও একটি মাস্টার্স করেন। এখন কর্মরত আছেন বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি)-এ।







































