
ধর্ষিতার শাড়ির আঁচলে
মোনালিসা মুজিব মিম
বেশ তড়িঘড়ি আয়োজনে আগাছা কাটা হলেও
এ দেশে কাটা হয় না ধর্ষকের বিষাক্ত তলোয়ার,
যেন তা পৃথিবীর সমস্ত অস্ত্রের চেয়েও বেশি ধার!
তেরটা বসন্ত শেষেও ফোটেনি
ধর্ষিতার শাড়ির আঁচলে ফুল।
ভাগ্যের পরিহাস কে জানতো!
জন্মই হয়ত তার আজন্ম ভুল!
বিপ্লবী কমরেড,
তোমরা শ্রমিকের দৈন্য বুঝো,
পাহাড়ের বাঁকে কান্না খুঁজো।
তাহলে কেন ধর্ষিতার যন্তণায়
ডাকা হয় না আমরণ অনশন?
তবে কি সামাজিক সংস্কারও
পক্ষপাতিত্বের সাথে প্রয়োজন?
এই সমাজ ব্যর্থ, রাষ্ট্র পরাজিত
আর আইনের অবস্থান নড়বড়ে।
এক জীবন তো নরকেই গেলো;
ধর্ষিতার আঁচলের শুকনো রক্তে
অন্তত পরপারে যেন ফুল ঝরে।





































