
বৃষ্টিবিলাস
ইকরাম আকাশ
আমি আমার মনের লেখায়, কবিতায় নয়
তোমার মনের সুতোয় গাঁথা -
কবিতার ছন্দ হয়ে একপা দুই পা করে এগোতে চাই।
তোমার মনের শত কল্পকথার কাহিনিতে
নিজেকে মনের মানুষ হিসেবে খুঁজে পেতে চাই।
আমি ভালোবাসতে চাই-
তোমার মরমি কণ্ঠের যাদুর সুর,
আকাশে বাতাসে ছড়িয়ে তোমার গুণকীর্তনে
গাইতে চাই গান ভেঙে অভিমান।
তোমার ছোঁয়া পেতে চাই; স্নিগ্ধ আবহের আদলে
মন্ত্রমুগ্ধ হয়ে; তোমার নৃত্য দেখতে চাই।
উড়াল দিতে চাই মুক্ত হাওয়ায় পাখি হয়ে,
ফিরতে চাই আবার শান্তির পরশে-
সাজানো তোমার নীড়ে।
বুঝতে চাই তোমার মনো স্পন্দন -
প্রাণোচ্ছল উল্লাস; হাওয়ায় নিংড়ে যেতে চাই-
হোক না শত-হাজারো দিনের বৃষ্টিবিলাস।







































