
গাজীপুর আইডিয়াল কলেজের মিলনায়তনে মোড়ক উন্মোচিত হলো কবি মো. সেলিম হাসান দুর্জয়ের দুটি কাব্যগ্রন্থ—‘দেবীসমগ্র-১’ ও ‘দেবীসমগ্র-২’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি অসীম বিভাকর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক মেজবাহ উদ্দিন, লেখক রিপন বাসার, কবি মাধব মণ্ডল, সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান ও মেহেদী পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী নাহিদ হাসান। এসময় ভাওয়াল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সাহিত্যপ্রেমীরাও অংশ নেন।
অতিথিরা বলেন, কবি দুর্জয়ের এ দুটি গ্রন্থ প্রেম, আরাধনা, দ্রোহ ও আত্মশুদ্ধির অনন্য যাত্রাপথকে কাব্যের রূপ দিয়েছে। কাব্যদুটি পাঠকের মাঝে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে।
মোড়ক উন্মোচন শেষে লেখক দুর্জয় উপস্থিত অতিথি ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই কাব্য আমার আত্মার আরাধনা। পাঠকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
‘দেবীসমগ্র-১’ এর মূল্য ২০০ টাকা ও ‘দেবীসমগ্র-২’ এর মূল্য ২৫০ টাকা। বই দুটি প্রকাশ করেছে মেহেদী পাবলিকেশন্স এবং অনলাইন প্ল্যাটফর্ম ই-বই বিতানে পাওয়া যাচ্ছে।
শুভ্র/







































