
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কৌতুক অভিনেতা রাসেদ শিকদারের প্রথম বই ‘দ্য পাসওয়ার্ড অব সাকসেস’। আত্মউন্নয়নমূলক বইটির প্রচ্ছদ করেছেন সজীব ওয়ার্সী। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন।
প্রকাশক আশরাফুল ইসলাম তুষার জানিয়েছেন, বইটি বইমেলায় প্রকাশনীর পরিবেশক এশিয়া পাবলিকেশন এর ২৫, ২৬, ২৭ ও ২৮ নম্বর স্টলে পাওয়া যাবে। ইতোমধ্যে রকমারি, প্রথমা, বইফেরী সহ বিভিন্ন অনলাইন বুক শপে প্রি-অর্ডার শুরু হয়েছে। বইটির মলাট মূল্য ২৬০ টাকা।
বইটি প্রসঙ্গে লেখক রাসেদ শিকদার বলেন, বইয়ের সমস্ত বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। সব বয়সী পাঠক বইটি খুব সহজেই বুঝতে পারবেন। খুঁজে পাবেন জীবনের মানে। বইয়ের প্রতিটি বাক্যে রয়েছে সফলতার গুপ্ত মন্ত্র। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয় প্রত্যেকেরই অন্ততপক্ষে একবার হলেও এই বইটি পড়া উচিত।
লেখক হিসেবে আত্মপ্রকাশের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার লেখা প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার খুবই ভালো লাগছে যে, প্রতিবছর বইমেলায় ঘুরে ঘুরে অনেক লেখকের বই কিনি। এবার পাঠক আমার বইও কিনবেন।
রাসেদ শিকদারের জন্ম ও বেড়ে উঠা পাবনায়। শৈশবে শখের বসে শিখতে চেয়েছিলেন জাদু, কিন্তু ২০১০ সালে এই জাদুবিদ্যায় তার হাতেখড়ি। বিশ্ব বিখ্যাত কমেডিয়ান মি. বিন এর অনুকরণ করায় তিনি বাংলার মি. বিন নামে বেশ পরিচিত। জাদু প্রদর্শন, কৌতুক অভিনয় ছাড়াও রাসেদ বেশ কিছু নাটক ও শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। লেখকের প্রত্যাশা তার এই বইটি যুব সমাজের মাঝে এক নতুন বার্তা নিয়ে আসবে।







































