
সাদেকুল ইসলাম সুবেল,
বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
সারাদেশে কোটা আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ এর ঘটনায় যখন সারাদেশে থমথমে পরিস্থিতি চলছে এই সুযোগ কাজে লাগিয়ে
বিরলে ধর্মপুর বনবীটের ২৮.৭৫ একর বনভূমির প্রায় ৩০ হাজার গাছ নিধন করে জবরদখলের চেষ্টা চালায় বনদস্যুরা।
বুধবার সকালে দিনাজপুরের বিরলে উপজেলার ৮,নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বনবীটের বাঁমনগাঁও মৌজার ৫৬৪ নং দাগের ২৮.৭৫ একর বিশাল এই বনভূমিতে থাকা প্রায় ৩০, হাজার গাছের চারা নিধন করে ও জমিতে হালচাষ করে জবরদখলের চেষ্টা চালায় বনদস্যুরা।
খবর পেয়ে ধর্মপুর বনবীটের উপজেলা বীট অফিসার মহসিন আলী, বর্ডারগার্ড সদস্য, বনপ্রহরী ও উপকারভোগীদের সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় বনদস্যুরা। পরে ঘটনাস্থল পরিদর্শন যায় রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন, ধর্মপুর ইউনিয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।
এবিষয়ে বিট অফিসার মহসীন আলী জানায় আমি খবর পেয়ে আমার উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবগত কি এবং স্থানীয় সচেতন নাগরিক, সুবিধাভোগী সদস্যগণ ও স্থানীয় চেয়ারম্যান জনাব নুর ইসলাম এর সার্বিক সহযোগিতায় বনদস্যুদের প্রতিহত করি এবং জানতে পারি বনদস্যু মেজবাউল হক (ড্যানি) নের্তৃত্বে জবরদখলের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। আমরা জ্বড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন আমি জানি দীর্ঘযাবদ বেদখল এ বনভূমি উপজেলা বীট অফিসার মহসিন আলী ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে এই বনভূমি উদ্ধার করে বৃক্ষ চারা রোপণ করা হয়েছিলো। গত ৫ জুলাই রাতে দুর্বৃত্তকারীরা এই জমির গাছ নিধন করে জমি জবরদখল করে এবং আজ হালচাষ করার চেষ্টা করে এ ঘটনা শুনে এখানে এসেছি এবিষয়ে আমি ব্যথিত এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই। এখানে পূনরায় গাছ লাগানো হবে এবং এর একটি লভ্যাংষ পাবে আমার ইউনিয়নের মানুষ। এবং এ ঘটনার সাথে যারা এই দুর্বৃত্তকারী ও বনদস্যু তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
জেলা রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন জানায় গত দুই মাস আগে আমরা দীর্ঘদিন যাবদ বেদখল এই বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন তৈরী করি। আপনারা জানেন সারাদেশে গণ আন্দোলনের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গতকাল রাতে গাছের চারা নিধন করে ও আজকে সকালে বাগান নষ্ট করে হালচাষের মাধ্যমে জবরদখলের চেষ্টা করে । আমরা বনআইন অনুযায়ী জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সরকারী সম্পদ বনভুমি রক্ষার্থে সচেতন মহল ও সাধারণ জনগণ কে পাশে থাকার আহবান জানান। পূনরায় আগামীকাল বৃক্ষ রোপণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য:গত ২৫, জুন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বনসংরক্ষক নুরুন নাহার (সাথী), রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন, ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী, নেতৃত্বে দীর্ঘদিন যাবত ২৮.৭৫ একর বেদখল বনভূমি জবরদখলকারীদের নিকট হতে উদ্ধারপূর্বক বনায়ন সৃজন করা হয়। এনিয়ে সর্বমোট জবরদখলকারীদের নিকট হতে ধর্মপুর বনবীটের প্রায় ১২০ একর বনভূমি উদ্ধারপূর্বক বনানয়ন সৃজন করা হয়।





























