
আমিনুল ইসলাম
কুমিল্লার বরুড়া থানার শীর্ষ ছিনতাইকারী ডিজে সোহেল, মেগনেট রানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী। বরুড়া থানার মামলা নাম্বার ২/২৪।
থানা সূত্রে জানা যায় কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন এর নিশ্নপুর সরদার বাড়ির মো: রফিকুল ইসলাম এর পুত্র মো: এমরান হোসেন মোটরসাইকেল ক্রয় করার উদ্দেশ্য বাড়ি থেকে বরুড়ায় আসে,বরুড়া-লালমাই সড়কের লতিপুর রেড উইং রেস্তোরাঁর সামনে ভুক্তভোগী এমরান কে ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ টি মোবাইল ফোন সহ নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বরুড়া পৌরসভার জিনসার এলাকার সুরুজ মিয়ার পুত্র বখাটে ডিজে সোহেল একই এলাকার মৃত শাহাজান এর পুত্র মাদকাসক্ত বখাটে মো: রানা প্রকাশ মেগনেট রানা ও দিগলগাঁ গ্রামের জসিম উদ্দিন এর পুত্র আল আমিন জিহাদ ৩ জন মিলে ছিনতাই করে।
এই ঘটনায় এমরান হোসেন বাদি হয়ে বরুড়া থানায় তিনজনের নাম উল্লেখ করে ছিনতাই মামলা দায়ের করে মামলায় অভিযুক্ত ২ নাম্বার আসামি মেগনেট রানাকে গ্রেফতার করছে পুলিশ জড়িত বাকি ২ জনকে গ্রেফতার করতে পুলিশের অভিাযান অব্যাহত আছে।
ডিজে সোহেল ও মেগনেট রানার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে বিভিন্ন গ্রামে গিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করতো এছাড়াও জিনসার, মৌলবীবাজার সহ আশেপাশের বাসিন্দারা তাদের অত্যাচারে অতিষ্ঠ, নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ি বলেন ২ জন গত কয়েক মাস ধরে একসঙ্গে চলাচল করে।
ডিজে সোহেল ৩/৪ বছর আগেও বরুড়া হাজী নোয়াব আলী স্কুল রোডের একটি হোটেলের পরোটার তৈরির কারিগরের কাজ করতে তার মধ্যে পৌরসভার নির্বাচন কালিন সময়ে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে ঐ কাউন্সিলর বিজয়ী হন,এর মধ্যে ডিজে সোহেল কাউন্সিলর এর আস্থাবাজন হয়ে হোটেলের কাজ ছেড়ে নিজেকে নেতা পরিচয় দিয়ে নানান কৌশলে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করত।
এমন কি থানায় -উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কোন সমস্যার বিষয় নিয়ে আসলে সহজ সরল নিরিহ লোকদের টার্গেট করে তাদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নিত, নির্বাচন অফিসে এসে তার খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়েছে, মেগনেট রানা তার বাবার মৃত্যু পর বেপরোয়া চলাচলের কারনে এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত, রাস্তায় বাজারে সব বয়সের মানুষের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।
এবিষয়ে বরুড়া থানা ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনে আসছি। গত ৩ জুলাই ছিনতাইয়ের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, ২ জন গ্রেফতার হয়েছে। বাকি একজন কে গ্রেফতার করতে অভিযান চলছে।





























