
স্টাফ রিপোর্টার:
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সভা মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার ব্র্যাকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক কামরুল কাননের সভাপতিত্বে নারী নেত্রী শামীমা আক্তার মেরির সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন,চাটখিল উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, শিক্ষক সাংবাদিক মামুন হোসেন,ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জগলু,সাংবাদিক মনির হোসেন সোহেল, ছোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেন প্রমুখ।
এ সময় মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী ইমাম উদ্দিন এবং উপজেলা সমন্বয়কারী নাজবা আক্তার উপস্থিত ছিলেন।
সভা শেষে বন্ধু ফোরামের সহ-সভাপতি গোলাম সারোয়ারের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনুস হালিমা দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সালাম।




































