
মোঃ আনোয়ার হোসেন প্রতিনিধি:কাজিপুর সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের কাজিপুরে চিকিৎসক না হয়েও রোগী দেখতেন এক ওষুধ দোকানি। রোগীকে দিতেন ব্যবস্থাপত্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে দোকানীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০'জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাবরিন আক্তার। তিনি জানান, উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় বাজার এলাকায় ওই ফার্মেসির দোকানদার আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। এছাড়াও ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকা ও ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রির দায়ে ১৯৪০'সালের ঔষধ আইনের ২৭'ধারা অনুযায়ী ওই দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময়ে ওই দোকানি ভবিষ্যতে আর কোনো রোগীকে সেবা দেবে না জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে।’
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল,স্যানেটারি ইন্সপেক্টর এসএম শহিদুল ইসলাম রন্টু,স্বাস্থ্য পরিদর্শক আবু সাঈদ সহ প্রমূখ।





























