
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার ধুনটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্ম-মৃত্যু শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (আঃ দাঃ) নুরুল আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাসুম আলী বেগ।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ
ইকবাল সনি।
আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এজিএম বাদশাহ , উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইকবাল হাসান রিপন,মহিলা ভাইচ চেয়ারম্যান সুলতানা জাহান,সদর ইউনিয়ন চেয়ারম্যান এস এম মাসুদ রানা,চেয়ারম্যান হাসান আহমেদ জেমস্, চেয়ারম্যান সনিতা নাসরিন, চেয়ারম্যান তোজাম্মেল হক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাগণ, হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন।
সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।
উপজেলার ০-১ বছর বয়সীদের জন্মনিবন্ধন অগ্রগতি পর্যালোচনা ও শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।





























