
চট্টগ্রাম ব্যুরোঃ
ঢাকা জেলা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সকাল চট্টগ্রাম ব্যুরো অফিসের আয়োজনে ঈদ পরবর্তী পুণর্মিলনী ও প্রতিনিধি সভা ২৭ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম ব্যুরো অফিসের কার্যালয়ে ব্যুরো প্রধান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা সত্য তথ্য প্রচার করে গণতন্ত্রের চর্চাকে শক্তিশালী করে। তারা জনগণকে সরকারের কর্মকান্ড সম্পর্কে অবগত করে এবং তাদের মতামত প্রকাশের সুযোগ করে দেয়। সাংবাদিকরা সত্য তথ্য প্রচার করে জনগণের অধিকার রক্ষা করে। তারা দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলে এবং সরকারকে জনগণের দাবি মেনে নিতে বাধ্য করে।
দৈনিক আলোকিত সকাল দেশের অন্যতম পাঠকনন্দিত পত্রিকা। পাঠকপ্রিয়তার অন্যতম কারণ পত্রিকাটি সব শ্রেণী-পেশা ও মানুষের তথ্য চাহিদা পূরণে সদা তৎপর। পাঠক, লেখক সবাই পত্রিকাটিতে পেয়ে থাকেন সংবাদ পরিবেশনে-বিশ্লেষণে তীক্ষ্ম পর্যবেক্ষণের পরিচয়। সংবাদ পরিবেশনায় এর রয়েছে সহজাত সারল্য, অথচ তা চমৎকারভাবে তথ্য-উপাত্ত সংবলিত। সংবাদপত্রের গুণগত সব ধরনের বৈশিষ্ট্য পত্রিকাটি নিষ্ঠার সঙ্গে মেনে চলে। এর ছবি, সংবাদ লিখন ও সম্পাদনায় দক্ষতা ও মুনশিয়ানা সহজেই মন কাড়ে।
পত্রিকাটির প্রতিটি পাতায় রয়েছে সৌন্দর্যের ছাপ। দৈনিক আলোকিত সকাল একটি পত্রিকা। প্রচারসংখ্যাও অনেক। বিজ্ঞাপন বিন্যাসেও রয়েছে মননশীলতা ও সৃষ্টিশীলতা। চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেন ও চট্টগ্রামের সিনিয়র স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন সুমন, চট্টগ্রাম প্রতিনিধি ইব্রাহিম মিন্টু, স্টাফ রিপোর্টার যথাক্রমে, আরফাত হোসেন, সায়মন, মো. বেলাল, মিরসরাই প্রতিনিধি কামরুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়াজ মাখদুম, লোহাগাড়া প্রতিনিধি মুন্সি শাহাব উদ্দীন, সাংবাদিক মীশকাত জাহানারা, ফটো সাংবাদিক তারেক, সাংবাদিক সাইমা আক্তার প্রমুখ।





























