
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সব সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের মতামত নিয়ে গণমাধ্যম কর্মী আইন দ্রুত সময়ে সংসদে উত্থাপন করতে কাজ করছে তথ্যমন্ত্রণালয়।
শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত ‘পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয়ে প্রধান দায়ী উন্নত বিশ্ব। তবে, দেশের পরিবেশ সুরক্ষার সাংবাদিকতায় প্রণোদনা সহায়তা দেওয়া হবে। গণমাধ্যম স্বাধীনভাবে সাংবাদিকতা করবে। সরকার গণমাধ্যমকে বন্ধু মনে করে এবং সকল সমালোচনাকে স্বাগত জানায়। জনগণের স্বার্থে সব তথ্য দেওয়া উচিত যা জনগনের পক্ষে। অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তথ্য দেয় সে স্ট্যান্ডার্ড ফলো করা উচিত বাংলাদেশ ব্যাংকের।
আলোচনায় যোগ দিয়ে সম্পাদকরা জানান, দেশে যে সংকটগুলো চলছে তার মধ্য বড় সংকট পরিবেশ বিপর্যয়। যারা জমি দখল করছে তাদের অনেকের মিডিয়া আছে। সেখানে বড় চ্যালেঞ্জ সাংবাদিকতা। তবে, পরিবেশকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতার ওপর তাগিদ দেন তারা।
নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, বিভিন্ন মহলের চাপের কারণে দেশে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। সব নিউজ তারা ছাপাতে পারেন না।







































