
মোঃ সকেল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের আক্কেলপুরে প্রায় ১ বিঘা জমির হলুদ গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র ওই কৃষক ও তার পরিবার।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে কে বা কাহারা উপজেলার শ্রীকৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আবু রায়হান।
সরজমিনে গিয়ে জানা যায়, বর্গাচাষী রায়হান প্রতিবেশী মুঞ্জু আরা বেগমের থেকে এ বছর ২৬ শতক জমি বর্গানিয়ে চাষাবাদ শুরু করেন। কয়েকদিন আগে ফসল ফেলানোর জন্য জমি তৈরি করে ৩০ হাজার টাকা খরচ করে হলুদ রোপন করে। শনিবার সকালে স্থানীয় লোকজন জমির ফসল উপড়ানো দেখে বর্গাচাষীকে জানানোর পরে জমিতে এসে দেখেন জমির হলুদ গাছগুলো উপড়ে ফেলা।
বর্গাচাষী আবু রায়হান বলেন, আমি গরীব মানুষ আমার কারো সাথে কোন রকমের ঝামেলা নেই। ৩০ হাজার টাকা খরচ করে ফসল ফেলায়। এতে আমার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যাহারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবী করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বিষয়টি নিয়ে কেউ আমাদের কাছে আসে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।





























