
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকা থেকে বিদেশি মদসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।সোমবার (১ জুলাই) দুপুরে দৈনিক আলোকিত সকালকে বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।গ্রেফতারকৃতরা হলেন,মহানগরীর ইটাহাটা এলাকার মৃত রাশেদ এর ছেলে মোঃ জোবায়ের হাসান ওরফে শিমুল (২৫) একই এলাকার নাজিম উদ্দীন এর ছেলে মো.কামরুল হাসান এবং কুড়িগ্রামের সদর থানার বেলগাছা গ্রামের মৃত আবেদ এর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।পুলিশ জানায় রোববার (৩০ জুন) পৌনে ৩ টার সময় বাসন থানাধীন ইটাহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায়
মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তাদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।





























