
মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মরদেহের মাথা ও মুখ রক্তাক্ত ছিল। আজ সোমবার দুপুরে শ্রীপুর পৌর শহরের বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ (৩৫)। তিনি তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের আব্দুল হকের ছেলে। মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের রুপসাগর কসমেটিক এন্ড গিফট কর্নার নামে একটি দোকান পরিচালনা করতেন। শ্রীপুরের পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।আশেপাশে মানুষের সাথে কথা বলে জানা যায় ‘আজ সকালে দোকান খোলার জন্য এক কর্মচারী তাঁর (হারুন অর রশিদ) এর বাসায় যায় চাবি আনতে। গিয়ে দরজা বন্ধ পায়। এরপর সে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। এরপর বাড়ির মালিক এসে দরজার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের মেঝেতে হারুন অর রশিদ কে পড়ে থাকতে দেখে। এরপর নিহতের ভাই নবী হোসেন এসে ঘরের দরজা ভেঙে মরদেহ দেখতে পায়।’মৃত ব্যবসায়ীর পরিবারের ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার সময় গামছা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ থেকে মাথা ও মুখে আঘাত পেয়ে জখম হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, যেহেতু মরদেহটি আঘাতপ্রাপ্ত রক্তাক্ত ছিল। সেই বিষয়টি মাথায় রেখে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।





























