
মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার। গাজীপুর -৩ আসনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ সদস্য মরহুম এডভোকেট রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট জামিল হাসান দূর্জয়। শনিবার বিকাল সাড়ে তিনটায় বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ সিজন-৩ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক রুমানা আলী টুসি এমপি মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উদ্বোধক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি এস এম জাহাঙ্গীর আলম সিরাজী, সদস্য প্রচার ও প্রকাশনা উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহিদুল আলম রবিন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কমর উদ্দিন মৃধা, মোঃ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান ৬ নং বরমী ইউনিয়ন পরিষদ। আনোয়ার হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ। বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক শরীফ হায়দার মৃধাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেছেন গোসিংগা গাংচিল স্পোটিং ক্লাব বনাম নিগুয়ারী ইউনিয়ন প্রগতি স্পোটিং ক্লাব। প্রথম রাউন্ডের খেলা শুরু উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপি স্মৃতি গোল্ডকাপ সিজন-৩ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার ১ম পুরস্কার হবে ১ লক্ষ টাকা ২য় পুরস্কার ৫০ হাজার টাকা।





























