
ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। এঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গাড়ির হেলপার সোহাগ হাওলাদার (২৫) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দিপাড়া গ্রামের বাসিন্দা। আহত ড্রাইভার মোঃ শহিদুল (২৫) একই উপজেলার পাথরঘাটা গ্রামের মাহাবুবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লা মূখি লেনে একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পিছনে ধাক্কা লেগে পিকাপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পিকাপে থাকা চালক ও হেলপার আহত হয়। আহতদের পুলিশ ও গজারিয়া ফায়ারসার্ভিস উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত্যু ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, মরদেহ ও দুর্ঘটনায় কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





























