
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় হতে রংপুর-১ আসনের সংসদ সদস্যের অনুকুলে বিশেষ বরাদ্দের ঢেউটিন ও গৃহনির্মাণ মন্জুরীর অর্থের চেক বিতরণ করা হয়েছে ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৪ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ বান্ডিল ঢেউটিন ও ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর -১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইও সজীবুল করিম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল। এসময় উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লা, গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।





























