
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা তাদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। এতে সাবেক চেয়ারম্যান আবতাবুজ্জামান মোটরসাইকেল, আব্দুর রহমান আনারস, মোকলেছুর রহমান চশমা, সুজাউল ইসলাম ঘোড়া প্রতিক পান। আজ থেকে প্রচার-প্রচারণা শেষে আগামী ২৭ জুলাই ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে নিয়মঅনুযায়ী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য তৎকালীন ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।





























