
মোহাম্মদ হাসান আলী, গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি।। শুক্রবার (৩ মে) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাটের দাশেরজঙ্গল বাজারে রিদি ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল- আইন-২০১০ (২২) ধারায় ১লক্ষ্য টাকা জরিমানা ও অনাদায়ে তিনমাস জেল ধার্য করা হয়।ভ্রাম্যমাণ আদালতে জানা যায়, রিদি ফার্ফেসীর মালিক নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সার্জারি ডাক্তার না হয়েও নারী ও শিশু রোগী দেখেন।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, রিদি ফার্মেসীর মালিক রাজিব ডাক্তার না হয়েও বহুদিন থেকে নিজেকে গাইনী ডাক্তার না হয়েও ফার্মেসীতে নারী - শিশু রুগী দেখে আসছিলেন।





























