
জাহেদুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
প্রকৃতি ও মানুষের অকৃত্রিম বন্ধু বৃক্ষ। জীবন বাঁচাতে ও সাজাতে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। গ্রামাঞ্চলে সবুজের পরিমান সংকুচিত হয়ে পড়ছে।সবুজ বেষ্টনি সমৃদ্ধ পরিকল্পিত গ্রাম গড়তে বৃক্ষরোপন কার্যক্রমের পরিধি আরো বিস্তৃত করতে হবে। অদ্য ২৮ জুন চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভার অন্যতম সামাজিক সংগঠন"হাছনদন্ডী বন্ধন ফোরাম'র উদ্যোগে বনজ, ঔষুধি ও ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দোহাজারী পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ উপরোক্ত কথা বলেন।
হাছনদন্ডী স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রানা'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইম উদ্দীন,সাধারন সম্পাদক আবদুল মন্নান হৃদয়,দৈনিক আলোকিত সকালের জেলা রিপোর্টার জাহেদুল ইসলাম শ্রাবন,সনাতন ধর্ম সম্পাদক রুবেল দে,কাজীর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম উদ্দীন,বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোনাফ,হুমায়ুন কবির চৌধুরী,বাদশাহ মিয়া,বিধান দে,আব্দুল সাত্তার,মোরশেদ ও সংগঠনের সদস্য আবদুল্লাহ আসিফ,রাশেদ,বাবু,রিফাত প্রমূখ।
নাইম উদ্দীন বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেন্জ মোকাবেলায় বৃক্ষরোপন ও পরিচর্যা কার্যক্রম সুনিপুনভাবে পরিচালনা করা দরকার।
আবদুল মন্নান হৃদয় বলেন,বৃক্ষ পরিবেশের ভারসাম্যতা বজায়ের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আনে।সামাজিক বনায়ন প্রসারের মাধ্যমে সবুজায়িত পৃথিবী গড়তে হবে।
মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন,সবুজ শ্যামলে গড়া এই হাছনদন্ডীকে আরো সবুজ ও নতুন রুপে রুপায়ন করার জন্য আমাদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি এই মহতি উদ্যেগে সকলকে হাছনদন্ডী বন্ধন ফোরামের সাথে থাকার আহবান জানান।





























