
সাদিয়াত হোসেন:কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬) মার্চ কালিহাতী আর. এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও টাঙ্গাইল-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী, কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদেক বিন সিফাত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আক্তারুজ্জামান, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুল্কা,এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সম্মানিত ব্যক্তিবর্গ।
তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনার পর কালিহাতী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।







































