
স্টাফ রিপোর্টার সব কথা, সবার কথা,এই স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চ্যানেল এস উপজেলা প্রতিনিধি ও কাউনিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চ্যানেল এস-এর ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।বক্তারা বলেন, চ্যানেল এস দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


























