
কীর্তিমান
কামরান চৌধুরী
কখনও সূর্যাস্ত থাকেনি তো থেমে
আলো ছড়িয়ে যাচ্ছে বহুবার,
নেভানো যাবেনা সেই উজ্জীবিত আলো—
শহীদ আবরার জন্মাবে শতবার।
শোনো হে ঘাতক! শোনো!
যতই তোদের ক্ষমতা দেখাও,
রুখতে পারবে না সত্যকে—
যতবার এই দেশে জন্মাবে আবরার
ভেঙে যাবে সেই ক্ষমতা বারবার!
বাংলা মায়ের সেই মেধাবী সন্তান
আজও যেন তাকে রাখি স্মরণে,
তবুও অন্যায়ের সুষ্ঠ বিচার হোক
ভাই হারানোর এই শোকের অনশনে।







































