
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ইসলাম গঞ্জ বাজার এলাকায়(৫৫)ক্যারেট ১৩৭৫ কেজি ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সহায়তায়।
জব্দ হওয়া জাটকা মাছসহ সকল মাছ গুলো উপজেলা পরিষদের মাঠে এনে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, উপজেলা সহকারী ভূমি কমিশনার শামসুদ্দিন মোঃরেজা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ সহ অনান্য দের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৯মার্চ)সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কমলনগর উপজেলা মৎস্য অধিদপ্তর।এ সময় অপরাধীগণ উক্ত মাছ ভর্তি ক্যারেট রেখে পালিয়ে যায়।
সহকারী ভূমি কমিশনার শামসুদ্দিন মোঃ রেজা জানান,
উপজেলার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন স্থানে ৫৫ক্যারেট ভর্তি প্রায় ১৩৭৫ কেজি ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় জব্দ করা হয়। জব্দকৃত মাছসমূহ পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়৷
এ সময় অপরাধীগণ উক্ত মাছ ভর্তি ক্যারেট রেখে পালিয়ে যায় কাউকে আটক করা যায় নি।





























