
আল মামুন টুটু, বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের ইউ এইচ এফ পিও ফোরামের সম্মানিত সভাপতি নির্বাচিত হলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানবিক ডাক্তার খ্যাত, মহামারি করোনা যোদ্ধা সকলের প্রিয় ডাক্তার মোঃ মীর হোসেন মিঠু। ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মানবিক ডাক্তার মেজবাহউদ্দিন। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মানবিক ডাক্তার চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। উল্লেখ্য গত ২৭/০৬/২০২৪ইং তারিখে নির্বাচন কমিশনার ডাক্তার নাজিয়া বিনতে আলম, ডাক্তার আফজালুর রহমান, এনামুল হকের পরিচালনায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সম্মানিত উপদেষ্টা হলেন কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার সদস্য হিসেবে আছেন কুমিল্লা জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মীর হোসেন মিঠুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ডাক্তার মীর হোসেন মিঠু কে মানবিক ডাক্তার হিসেবে ভূষিত করেছেন বুড়িচং উপজেলাবাসী। তিনি হাসপাতালের দায়িত্ব নেয়ার পর প্রাচীন এই হাসপাতালের অবকাঠামোগত আমূল পরিবর্তন হয় এবং হাসপাতালে চিকিৎসা সেবা সহজিকরণ হয়।





























