
জাহিদ দুলাল, ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রথযাত্রা মহোৎসবের পূর্বে লালমোহন হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা স্বর্গীয় মনোরঞ্জন চন্দ জয়হিন্দ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, লালমোহন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রবীণ নেতা ছিলেন মনোরঞ্জন চন্দ জয়হিন্দ। তিনি লালমোহন ইউনিয়নের সাবেক মেম্বার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, মৃত্যুর পূর্ব পর্যন্ত মন্দির কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তিনি হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের একজন নিবেদিত ও নিঃস্বার্থ বান মানুষ ছিলেন।
লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে লালমোহন মদনমোহন জিউ মন্দির প্রাঙ্গণে স্মরণ সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন নামহট্র সংঘ (ইসকন)'র সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস, লালমোহন মদনমোহন জিউ মন্দিরে ভারপ্রাপ্ত সভাপতি বাবু কালিপদ দাস, সিনিয়র সহ-সভাপতি সম্ভু কর্মকার, সাধারণ সম্পাদক বাবু যুগল কৃষ্ণ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ কুন্ডু, রামকৃষ্ণ মজুমদার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্টি, দপ্তর সম্পাদক শংকর মজুমদার, পৌরসভা ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিল রঞ্জয় কুমার দাস, বাবুল কর্মকারসহ হিন্দু সমাজের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।





























