
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে হত দরিদ্র নারীদের আর্থিকভাবে সাবলম্বী করতে বিনামূল্যে দেশি মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থা পলিশা এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আদারভিটা ইউনিয়নের ২১ জন হত দরিদ্র নারীর মাঝে ১০ টি করে দেশি মুরগি ও ১টি করে মুরগির ঘর বিতরণ করা হয়। এর আগে দেশি মুরগির পালন বিষয়ে ৩ দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাত।
আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থা এর সভাপতি মোঃ হেলালুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক
মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক,সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান,মানব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম বিএসসসি প্রমূখ।





























