
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃঅতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্ধি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।যদিও মাঝেমধ্যে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অসহায় মানুষদের ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম,আত্মসাৎ এমন খবরের শিরোনাম হয়।কিন্তু বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিজেদের কষ্টার্জিত টাকায় ফান্ড তৈরি করে এলাকার বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক দৃষ্টান্ত স্থাপন করলেন এমনটাই জানিয়েছে এলাকার সুশীল সমাজ প্রতিনিধিরা।বৃহস্পতিবার( ৪জুলাই)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা,মাঝেরছড়া,রূপনগর,ইছামারি,রাজেন্দ্রপুর,আমতরপুর,গুলগাও,সহ বিভিন্ন গ্রামে নৌকাযোগে ও পায়ে হেটে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।এসময় বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জরুরি নির্দেশনা দিয়েছেন যে যার মতো করে বন্যায় পানিবন্ধি অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমরা ওই নির্দেশনা বাস্তবায়ন করতে নিজেরা কষ্টের মধ্যে থাকলেও, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,নিজেদের কষ্টার্জিত টাকায় চাদা দিয়ে ফান্ড তৈরি করে কিছু নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী ক্রয় করে,এলাকার পানিবন্ধি মানুষের কাছে পৌঁছে দেই।আমরা আশাকরি আমাদের মতো উপজেলার প্রতি ইউনিয়নের নেতাকর্মীরা এইভাবে ফান্ড তৈরি করে বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন। এতে বানভাসি অসহায় মানুষের অনেকটাই কষ্ট লাঘব হবে।এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম,বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুবক্কর,শিক্ষক আব্দুর রাজ্জাক,মধ্যনগর ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং,আওয়ামি লীগ নেতা ডাক্তার বাদল, আওয়ামী লীগ নেতা ফজর আলী,আওয়ামি লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য কুরবান আলী সাধু,যুবলীগ নেতা ইসরাফিল,যুবলীগ নেতা জিয়ারুল,এছাড়াও আর অনেকেই উপস্থিত ছিলেন।





























