
নিজস্ব প্রতিবেদক :
'লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্ট এবং লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে সুনামগঞ্জের মধ্যনগরে সদ্য অনুমোদিত এসএসসি কেন্দ্র পরিদর্শন, মতবিনিময় ও উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেডিকেল,ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মতবিনিময় সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মামুন মিয়ার সঞ্চালনায় গভর্নিং বডির সভাপতি ও রংপুর রেঞ্জার ডিআইজি পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার।
গস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক ডাঃ শেখ মহিউদ্দিন।পরে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল,ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪২ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ ৫হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুল কবির, লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মহিবুল কিবরিয়া, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।





























