
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে এতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এ অবস্থায় মধ্যনগর সদর ইউনিয়নের পানিবন্ধি একটি পরিবারের ফোন পেয়ে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে মধ্যনগর থানা পুলিশ।
আজ (২জুলাই)মঙ্গলবার উপজেলা সদর ইউনিয়নের গলইখালি গ্রামে বন্যায় পানিবন্ধি একটি পরিবার উদ্ধারের জন্য মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন কে মোবাইল ফোনে অবগত করলে তাৎক্ষণিক তিনি এসআই তপন চন্দ্র সহ পুলিশের একটি টিম গঠন করে, স্টিলের ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে গলইখালি গ্রামে পানিবন্ধি সেই পরিবারের কাছে ছুটে যান। এসময় পানিবন্ধি ওই পরিবারের সদস্যসহ ২টি গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল উদ্ধার করে মধ্যনগর বাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়(আশ্রয় কেন্দ্রে)পৌঁছে দিয়ে শুকনো খাবার তুলে দেন ওই পরিবারের হাতে।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান বন্যায় পানিবন্ধি মানুষের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।এর মধ্যে উপজেলা সদর ইউনিয়নের গলইখালি গ্রামের পানিবন্ধি একটি পরিবার উদ্ধারের জন্য ফোন করলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শুকনো খাবার সরবরাহ করে আশ্রয়কেন্দ্রে পৌঁছিয়ে দেই।





























