
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৩০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলার মধ্যনগর সদর ইউপির ফারুকনগর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর ও গুচ্ছগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা,আজকের পত্রিকার সাংবাদিক আতিক ফারুকী,কালের কণ্ঠের সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান, স্থানীয় ইউপি সদস্য মো. আমান উল্লাহ।
ত্রাণ পেয়ে গুচ্ছগ্রামের বাসিন্দা নুরবানু বলেন,বন্যায় আমরার সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। আমরা সবকিছু হারিয়ে নিঃশ্ব হয়ে গেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পাওয়ায় আমাদের উপরকার হয়েছে।
ফারুকনগর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত আশা মনি বলেন, বন্যায় আমরা টানা তিনবার প্লাবিত হয়েছি।এতে করে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে গেছে। সরকারি ত্রাণ পেয়ে আমরা অনেক খুশি।উপজেলা প্রশাসনের ধন্যবাদ জানান তিনি।
ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা সরেজমিনে গিয়ে ত্রাণ বিতরন করেছি।পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকলকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।





























