
স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ১০বস্তা ভারতীয় চিনি জব্দ জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের,টাঙ্গুয়ার হাওর এলাকার রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরিয়া বিলের পাড়ে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
রবিবার( ৩০জুন)গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন এর নির্দেশে, এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্ব সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকার রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরীয়া বিলের পাড়ে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
জানাযায় উপজেলা সীমান্ত এলাকার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা, কাইতাকোনা,কড়ইবাড়ি,ঘিলাগড়া,বাকাতলা,বাঙ্গালভিটাসহ একাধিক চোরাই পথ রয়েছে। এসব চোরাই পথ ব্যবহার করে রাতের অন্ধকারে স্থানীয় চোরাকারিরা প্রতিনিয়ত ভারত থেকে ভারতীয় চিনি, গরু,মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসে বাংলাদেশে। পরে এসব ভারতীয় পণ্যসামগ্রী বাড়ির আশপাশে লুকিয়ে রেখে সুযোগ বুজে টাঙ্গুয়ার হাওর দিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী ককলমাকান্দা, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে যাচ্ছে। স্থানীয়দের তথ্যমতে জানাযায় এসব চোরাচালান রোধে মাঝেমধ্যে পুলিশের অভিযান চোখে পড়লেও,সীমান্তরক্ষী বিজিবি তেমন তৎপরতা দেখা যায়নি।
ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করার বিষয়ে সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন জানান চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





























