
আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।প্রস্তাবিত বাজেটের আকার ১৮ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৭৫১ টাকা।বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় পৌর কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।ঘোষিত প্রস্তাবিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১০ লাখ ৪ হাজার ৯১২ টাকা এবং মোট রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৪ কোট ৬২ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।বাজেট প্রস্তাব উপস্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর উপস্থিত সাংবাদিকগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।এসময় পৌর সচিব শৈবাল চন্দ্র সাহা, পৌর প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ পৌর কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





























