
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ উপজেলায় আরএমটি প্রকল্পে- এমএমএস সংস্থার মাধ্যমে ২৫ জন সদস্যকে জুলাই ১৫-১৬-২০২৪ ইং তারিখে, লিড ফার্মার ও অন্যান্য স্থানীয় সেবা প্রদানকারীদের উত্তম মৎস্য চাষ অনুশীলন ও মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ মানব মুক্তি সংস্থার সলংগা প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি ফেসিলিটেশন করেন-আরএমটি প্রকল্পের ভ্যালুচেইন ফেসিলিটেটর জনাব মোঃ আশিক আল ফয়সাল, উল্লাহ পাড়া উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা- জনাব, মোঃ আতাউর রহমান, উল্লাহ পাড়া উপজেলা এক্সটেনশন মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার জনাব, মোঃ আহাদুজ্জামান আহাদ, ও সহকারী ভ্যালুচেইন ফেসিলিটেটর সিরাজুল ইসলাম, আল মাহমুদ, বেলাল হোসেন ও হিসাব রক্ষক, নাজমুল হুদা।





























