
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়।
এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অতিক্রম করে কুমিল্লা-সিলেট মহাসড়কে এসে অবস্থান নেয়। সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো প্রকাশ করেন। আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা-সিলেট মহাসড়ক। এসময় সড়কের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে সড়কেই গায়েবানা জানাযা নামাজ আদায় করে আন্দোলনকারীরা। দুপুর ২টায় আন্দোলনকারীরা সড়কের অবরোধ তুলে নিয়ে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
বক্তব্যে আন্দোলনকারীরা জানান, বৈষম্যমূলক কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি চালিয়ে যাবো।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে দুপুর ২টার মধ্যে আজকের জন্য কর্মসূচির সমাপ্তির ঘোষণা দিয়েছে।
মুরাদনগর, কুমিল্লা।
মোবাইল ঃ ০১৭৪৮৪২৮৬৮৩
তারিখ ঃ ১৭-০৭-২০২৪





























