
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ “মাদক বিরোধী সমাজ গড়ি মাদককে না বলি” এই শ্লোগানে কুমিল্লার মুরাদনগরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার উপজলোর যাত্রাপুর ইউনিয়ন পরষিদ কর্তৃক আয়োজতি ইউনিয়ন পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মোঃ আলী আশ্রাফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বশিষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোচাগড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, যাত্রাপুর নূিরয়া ও হাফেজ খানার প্রতিষ্ঠাতা হাফজে মোঃ বাশারত ভূইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাম ময়িা। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব রফিকুল ইসলাম, ভবানীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সফিকুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল দেবনাথ, বাবুল মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ আল আমিন, মোঃ সেলিম, আনিছুজ্জামান, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ জজ মিয়া, মোঃ আবুল খায়ের, তাসলিমা আক্তার, আলেখা বেগম, মোসাঃ স্বপ্না আক্তার, মাওলানা সাজিদুল ইসলাম, আবদুল সালাম, সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ আল স্বপন, সংবাদকর্মী আবুল কালাম আজাদ, মোঃ হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক ও শুধীজনরা। আলোচনা সভায় বক্তারা বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও যৌন হয়রানির মতো অপরাধের নেপথ্যের অন্যতম কারণ হলো মাদকাসক্ত। মাদকাসক্তদের মধ্যে ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, রিকশা চালক ও অন্যান্য পেশার মানুষও রয়েছে। বাদ যাচ্ছেনা নারীরাও। বাংলাদেশের বর্তমান সরকার দেশে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আমাদের শিক্ষাব্যবস্থা, কৃিষ্টকালচার চর্চার প্রতিবন্ধক হিসাবে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মাদক বিরাজ করছে। আসুন, মাদকের এই ভয়াবহতা রোধে আজই শপথ গ্রহণ করি। এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়াজ তুলি মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি।





























