
গোলাম রাব্বি, লালপুর(নাটোর) প্রতিনিধি।
শনিবার (২৯ জুন) সকালে নাটোর জেলার লালপুর উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে শিউলি বেগম(২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। আর পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৪ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রিযাপন করেন। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিউলির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।’





























