
ঢাকা-সিলেট মহসড়কে তেলবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘনটস্থলে ১ জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঐ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গ্যাস চালিত সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ থ: ১১-৪১৫৮) সঈদপুর বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে আউশকান্দি বাজারে গ্যাস ফিলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিএনজিটি আউশকান্দি বাজারের মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সিলেট অভিমুখী একটি দ্রতগামী তেলবাহী ট্রাক গাড়ি (ঢাক মেট্টো- ঢ: ৪৪-০৪৬০) সিএনজিকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক নবীগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে ফজল মিয়ার (২৫) মৃত্যু বরণ এবং দুইজন যাত্রী গুরুতর আহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়ায় যায়নি।
এ ঘটনায় তেলবাহী ট্রাক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্ট করলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং প্রায় ঘন্টা ব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত ফজল মিয়ার মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রাক গাড়ি ও সিএনজি অটোরিকশাটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ





























