
মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃ ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নে গণ সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ভোলা -৪ (চরফ্যাশন- মনপুরা) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়ন গতকাল বৃহস্পতিবার ২২-জানুয়ারী-২০২৬ ইং সকাল ১১.৩০ এ কলাতলী আবাসন ঘাট পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নিলেন সর্বস্থরের জন সাধারণ ও ভোটারবৃন্দ |কলাতলীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয়, উচ্ছ্বসিত নারী অংশগ্রহণকারী ছিল উল্লেখযোগ্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকতা শুরু হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি, কলাতলী বাসীর জন্য তিনটি প্রধান দাবি তুলে, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন বলেন, আমাদের প্রধান দাবি কলাতলীর চারপাশে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা, এবং প্রত্যেক বাজারের সাথে ঘাটের সাথে কানেক্টিং রোড গুলো পাকা করা,চরের খাস জমি ভূমি হীনদের মাঝে বরাদ্ধ দেওয়া। আরো বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, এলাকাবাসীর বহুল প্রতীক্ষিত নেতা ইসলাম নয়ন বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নতি হোক, এই অঞ্চলের মাছ ধরা আর সামান্য কৃষিকাজ ছাড়া কোন পেশা নেই, এই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী সমাধান হোক, ভোলা থেকে বিচ্ছিন্ন মনপুরা এবং এই কলাতলী, আমরা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন চাই, এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম গড়ে তুলবো, তথ্য প্রযুক্তি নির্ভর বেকার মুক্ত উপজেলা গড়বো, স্থায়ী বেড়ি বাঁধ ও একটি ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল করার চেষ্টা করব। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এর মাধ্যমে সবার জীবন মান নিশ্চিত করব আমাদের বড় পরিকল্পনা আছে। তিনি আশ্বাস দিয়ে বলেন আমি যা যা বলেছি তা করে দেব, আর যদি না করি পরের বার আর ভোট চাইতে আসবো না। এছাড়াও আজ শুক্রবার মনপুরার বিভিন্ন বাজারে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে দেখা করেন তিনি ।পরে নুরুল ইসলাম নয়ন গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলা দেখা ও পুরুস্কার বিতরনে অংশ গ্রহনের কথা রয়েছে বলে জানা যায়।





























