
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, বিগত ৭ জানুয়ারি নির্বাচনে সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করেছেন। আমার নির্বাচনী এলাকা উন্নয়নের দিক থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে । এই অবহেলিত পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে কাজ করে যাব । এজন্য সবসময়ই আপনাদের সহযোগিতা প্রয়োজন।
শনিবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহিষখলা বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রনজিত।
এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেন, আপনারা জানেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় আছেন। তিনি বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য কাজ করে যাচ্ছেন। আজ বিশ্বের দরবারে বাংলাদেশ তাঁর নেতৃত্বেই মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, প্রভাকর তালুকদার পান্না,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ, চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু,বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,শফিকুল ইসলাম সবুজ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ প্রমুখ।





























