
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ অনৈতিক কার্যকলাপ করার অভিযোগ উঠেছে। একই সাথে তার শাস্তির দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
রোববার (২ জুন) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজলার পামুলী ইউনিয়নের লক্ষির হাট চৌরাস্তা মোড়ে বোদা - দেবীগঞ্জ সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচী পালন করে তারা। এসময় ইউনিয়নের দুই গ্রামের অর্ধশতাধীক নারী- পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় ইউপি চেয়ারম্যান মনিভূষন রায়ের বিভিন্ন অপকর্ম তুলে ধরে নারীদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেন বক্তারা। এদিকে এক সাবেক ইউপি সদস্যার সাথে অবৈধ সম্পর্কে থাকায় ওই ইউপি সদ্স্যার স্বামীকে হুমকি দেয়ারও অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনাসহ বিচার দাবী করেন স্থানীয়রা।
এতে বক্তব্য রাখেন পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে হায়দার প্রধান,সালাউদ্দীন, হাসিনা বেগম, আবু সাঈদ। এ বিষয়ে একাধীকবার অভিযুক্ত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।





























