
রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি ও মাদ্রাসা কর্তৃপক্ষের যৌথ আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০১ জুন) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মোহাম্মদ মোজাহিদুল ইসলাম যৌথ সঞ্চালনায় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সভাপতি ডাঃ এস এম আবুল ফজল।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক খোকন,অধ্যক্ষ মাওলানা মারফাতুন্নুর আল কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইয়াছিন রেজভী, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর, বিদোৎসাহী সদস্য আবু তাহের মেম্বার, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, সোসাইটি সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাঈম প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং শিক্ষা সামগ্রিক তুলে দেন। মোট পরীক্ষার মাঝে তিনজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ শরীফ, প্রভাষক আনোয়ার হোসাইন, সহকারী মাওলানা এস.এম. আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা হাছান মঈন উদ্দিন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল আলম, মোজাহেদুল ইসলাম, ইবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ আরিফুর ইসলাম।





























