
মৌলভীবাজারের শেরপুরে যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদ এর অর্থায়নে প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে ঐ হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
রাজু আহমেদ জানান- প্রতিবন্ধী ঐ অসহায় মহিলা অনেকদিন যাবত চলাফেরায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরবর্তীতে প্রবাসী নোমান আহমদ এর অর্থায়নে মহিলাকে চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমেদ দেশের মানুষের কল্যাণে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। গত কয়েকদিন আগেও বন্যায় খলিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র-অসহায় মানুষকে সাহায্য-সগযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবতার কল্যাণে তাহার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।
আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ





























