
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অধীনে পাহাড়, নদী ও সবুজায়নে ঘেরা ধোপাছড়ি ইউনিয়নে “পশ্চিম ধোপাছড়ি ফুটবল প্রিমিয়ার লীগ” ধোপাছড়ি সরকারী মাঠে ১২ জুলাই’২৪ইং বিকাল ৪ টায় কে এইচ ফাউন্ডেশনের সহযোগীতায় এবং চাপাছড়ি ইয়াং সোসাইটি ক্লাব এর উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বন্ধুমহল ফুটবল একাদশ বনাম ব্রাদার্স একাদশ প্রতিদ্বন্ধিতা করে বন্ধুমহল ক্লাব ব্রাদার্স ক্লাব কে ০২ - ০১ গোলে ব্রাদার্স ক্লাব একাদশ কে পরাজিত করে বন্ধু মহল একাদশ জয়ী হয়ে ফাইনাল ট্রফি জিতে নেই। উক্ত ফাইনাল খেলায় উদ্ভোধক হিসেবে ছিলেন কে এইচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল মান্নান রানা, প্রধান অতিথিঃ মেসার্স জিয়াউর রহমান এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী জিয়াউর রহমান, বিশেষ অতিথিঃ বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্মকতা জনাব জয় সেন বড়ুয়া, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী তাহাসান জিকু, কে এইচ ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিধ আব্দুল মোনাফ, ধপাছড়ি দুবাই প্রবাসীর ক্লাব এর এডমিন লোকমান হাকিম, সভাপতিত্ব করেন ধোপাছড়ি ৫নং ওয়ার্ড এর ইউ পি সদস্য জনাব নাছির উদ্দিন। সঞ্চালক হিসেবে ছিলেন নুরুল ইসলাম, মোক্তার হোসেন, আবু বক্কর ও আরমান হোসেন।





























